পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করল মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করল মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৬ রান করে সংগ্রহ করে জেমকন খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ১০৯ রান সংগ্রহ করে বেক্সিমকো ঢাকা।

সোমবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুলনা। দলীয় ১৩ রানে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয় (৫)। এরপর ৯ বলে ২ চারে ১১ রানে করে রুবেল হোসেনের বলে বোল্ড হন সাকিব।

দুঃসময়ে ইমরুল কায়েস চেষ্টা করেছিলেন দলকে খাদ থেকে টেনে তুলতে। কিন্তু তার আগে শফিকুল ইসলাম বোল্ড করে সাজঘরে ফেরান জহুরুল ইসলামকে (৪)। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন ইমরুল। নাঈম হাসানের বলে আউট হওয়ার আগে ২৯ রান করেন তিনি।

এরপর আরিফুল ইসলামকে (১৯) সঙ্গে নিয়ে দলকে লড়াকু ইনিংস এনে দেন মাহমুদউল্লাহ। খুলনা অধিনায়ক ইনিংসের শেষ ওভারে রুবেলের বলে বোল্ড হওয়ার আগে ৪৭ বলে ৩ চারে করেন ৪৫ রান।

এর আগে শামীম হাসান ১ রানে বিদায় নেন। শুভাগত হোম ৫ বলে ১ চার ও ১ ছয়ে ১৫ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ বলে রান আউট হন শহিদুল ইসলাম (১)।

ঢাকার হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রুবেল। ২টি উইকেট নিয়েছেন শফিকুল ইসলাম। একটি করে উইকেট ভাগাভাগি করেছেন নাসুম আহমেদ ও নাঈম হাসান।

১৪৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়েছে বেক্সিমকো ঢাকা। দলীয় ১৪ দলের মধ্যে তিন উইকেট তুলে নিয়েছে জেমকন খুলনা। প্রথম ওভারে ৪ রান করা তানজিদ হাসান তামিম উইকেট তুলে নেন শুভাগত হোম চৌধুরী।





এরপর এই ম্যাডেন ওভার সহ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ১ রান করা নাঈম শেখকে আউট করেন সাকিব। ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি। তবে শুরুর চাপ ভালোভাবেই সামাল দেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলী।

দুজনেই ভালো শুরু করে ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৭১ রানে মাথায় তাদের এই জুটি ভাঙ্গেন হাসান মাহমুদ। ২৯ বলে দুটি চারের সাহায্যে ২১ রান করে বোল্ড হন ইয়াসির আলী। ৩৫ বলে পাঁচ টিচারের সাহায্যে ৩৭ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মুশফিকুর রহিম।

তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ঢাকা। ৪ রান করা আকবর আলীর উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ। ৪ রান করে শহিদুল ইসলামের বলে আউট হন মুক্তার আলী। খুলনার হয়ে শহিদুল ইসলাম তিনটি হাসান মাহমুদ ২ টি এবং শুভগত হম নেন ৩ উইকেট। এছাড়াও সাকিব-আল-হাসান নিয়েছেন একটি উইকেট।

ঢাকা : নাঈম শেখ, তানজিদ তামিম, মুশফিকুর রহিম, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলী রাব্বী, আকবর আলী, মুক্তার আলী, নাঈম হাসান, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম, রুবেল হোসেন





খুলনা : এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মাহমুদ উল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, শামীম হোসেন, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।