বরিশালকে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিল চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিল গাজী গ্রুপ চট্টগ্রাম। টসে হেরে ব্যাট করতে নেমে বরিশালকে ১৫২ রানের টার্গেট দেয় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বরিশাল।

টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানের মাথায় সৌম্য সরকারের উইকেট হারায় চট্টগ্রাম। একটি চারের সাহায্যে ব্যক্তিগত ৫ রান করে আবু জাহেদ রাহীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালই করেছিলেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ভালো শুরু করেও ইনিংসে বড় করতে পারেননি তিনি।

দলীয় ৫০ রানের মাথায় দুই টিচার এবং একটি ছক্কার সাহায্যে ১৭ রান করে সুমন খানের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের মত ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। দলীয় ৬৮ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি।

২৫ বলে চারটি চারের সাহায্যে ৩৫ রান করে আউট হন তিনি। তবে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শামছুর রহমান। দলীয় ৯৬ রানের মাথায় ২ চারের সাহায্যে ২৬ রান করে কামরুল ইসলাম রাব্বি বলে আউট হন শামসুর রহমান।

তবে শেষের দিকে মোসাদ্দেক হোসেন সৈকত এবং সৈকত আলীর দারুন ব্যাটিংয়ে ১৫১ রানের লড়াকু সংগ্রহ করে গাজী গ্রুপ চট্টগ্রাম।





মোসাদ্দেক হোসেন সৈকত ২৪ বলে একটি ছক্কায় সাহায্যে ২৮ রান করে তাসকিন আহমেদের বলে প্যাভিলিয়নে ফেরেন। তবে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে সৈকত আলী। ১৪ বলে একটি চার এবং ৩টি ছক্কা সাহায্যে ২৭ রান করেন সৈকত আলী।

১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় ফরচুন বরিশাল। ১৩ বলে ১৩ রান করে শরিফুল ইসলামের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইনিংস বড় করতে পারেননি পারভেজ হোসেন ইমন।

মুস্তাফিজুর রহমানের বলে ১১ জন করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইনিংসে বড় করতে পারেননি তামিম ইকবাল ও। ৩২ বলে ৩২ রান করে মোসাদ্দেকের বলে আউট হন তামিম ইকবাল।

ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন আফিফ হোসেন এবং তৌহিদ হৃদয়। ২৪ রান করে আফিফ আউট হন শরিফুল ইসলামের বলে। অন্যদিকে ১৭ রান করে সৌম্য সরকারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তৌহিদ হৃদয়। শেষের দিকে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারিনি বরিশালের ব্যাটসম্যানরা।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মেহিদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি, সুমন খান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান সুক্কুর, পারভেজ হোসেন ইমন, মাহিদুল ইসলাম আনকন।





চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, সৈকত আলী, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সঞ্জিত সাহা।