বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এর মধ্য দিয়ে নতুন ক্রিকেটাররা খুঁজে বের করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্ট আয়োজন করার মূল উদ্দেশ্য হলো টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কিছু স্পেশাল ক্রিকেটার খুঁজে বের করা।
সেই সাথে এই টুর্নামেন্ট দিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্যও ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করতে পারবে বলে মনে করেন, বেক্সিমকো ঢাকা কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন,
‘টুর্নামেন্টের উদ্দেশ্য টি-২০ ফরম্যাটের ছেলেদের খুঁজে আনা। অনেক ছেলেই পারফর্ম করছে। এটা বিসিবির জন্য বড় পাওয়া। টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ এক্সাইটিং হোক। ইয়াং স্টাররা ভালো খেলুক, নিজেদের মেলে ধরুক।’
তিনি আরো বলেন, ‘প্রত্যেকটা ছেলেই ভালো ক্রিকেটার, মেধাবী। ভবিষ্যত বাংলাদেশের অনেক ক্রিকেটার লুকানো আছে। বড় মঞ্চে প্রমাণিত না হলেও, সবাই অনেক ক্যাপেবল। ওয়েস্ট ইন্ডিজের আগে একটা ভালো অনুশীলন সবার জন্য। সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেলুক, জুনিয়রদের দিক নির্দেশনা দিক।’