বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল বনাম চট্টগ্রাম। এবং দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দুই ম্যাচের মধ্যে দুটিতেই বড় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহাম্মদ মিঠুনের দল।
নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে অলআউট করেছিল ৮৮ রানে। দ্বিতীয় ম্যাচে খুলনাকে অল আউট করেছে ৮৪ রানে। দুর্দান্ত ফর্মে রয়েছে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। এছাড়াও ব্যাট হাতে দুই ম্যাচের রান পেয়েছেন সৌম্য সরকার এবং লিটন দাস।
টানা দুই জয়ে আত্মবিশ্বাস বেশ ভালো জায়গায় চট্টগ্রামের খেলোয়াড়দের। হ্যাটট্রিক জয়ের স্বাদ পেতে বরিশালের বিপক্ষে মাঠে নামবে মিঠুনের দল।
অন্যদিকে গতকাল তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীকে হারিয়েছে বরিশাল।
তবে নিঃসন্দেহে এই ম্যাচের বরিশালের থেকে অনেক এগিয়ে থাকবে চট্টগ্রাম। তবে চট্টগ্রামকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আফিফ হোসেনরা। আজ বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
বরিশালে সম্ভাব একাদশ: মেহিদী হাসান মিরাজ, তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম আনকন, আবু জায়েদ, সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।
চট্টগ্রামে সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, শামসুর রহমান, মোঃ মিঠুন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অন্যদিকে সন্ধ্যায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল জেমকন খুলনা বনাম মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
টুর্নামেন্টে মুশফিকদের এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে তারা দুইটিতে হেরেছে। তাই প্রথম জয় পাওয়ার জন্য মুখিয়ে তারা। মুশফিকরা প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ২ রানে হেরেছিল।
দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে তারা ৯ উইকেটে পরাজিত হয়। অন্যদিকে, খুলনার এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিন ম্যাচে তারা একটিতে জিতেছে ও দুইটিতে হেরেছে।
প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারতে হারতে শেষমেশ আরিফুল ম্যাজিকে ৪ উইকেটের জয় পায় রিয়াদের দল। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে তারা ৬ উইকেটে ও তৃতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে ৯ উইকেটে পরাজিত হয়।
খুলনার সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, আরিফুল হক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।
বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।