জয়ের খোঁজে আগামীকাল খুলনার মুখোমুখি হচ্ছে ঢাকা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আগামীকাল (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল জেমকন খুলনা বনাম মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

টুর্নামেন্টে মুশফিকদের এটি তৃতীয় ম্যাচ। এর আগে দুই ম্যাচ খেলে তারা দুইটিতে হেরেছে। তাই প্রথম জয় পাওয়ার জন্য মুখিয়ে তারা। মুশফিকরা প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে ২ রানে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে তারা ৯ উইকেটে পরাজিত হয়।

অন্যদিকে, খুলনার এটি চতুর্থ ম্যাচ। এর আগের তিন ম্যাচে তারা একটিতে জিতেছে ও দুইটিতে হেরেছে। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারতে হারতে শেষমেশ আরিফুল ম্যাজিকে ৪ উইকেটের জয় পায় রিয়াদের দল। দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে তারা ৬ উইকেটে ও তৃতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে ৯ উইকেটে পরাজিত হয়।

খুলনার সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, আরিফুল হক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।





বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।