স্টিভেন স্মিথের সেঞ্চুরি এবং ৪ হাফ সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রেকর্ড রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ও ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করতে নেমে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিভেন স্মিথ। একপ্রকার ব্যাটিং তাণ্ডব চালিয়েছে তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতকে ৩৮৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

এইদিন টসে জিতে ব্যাটিং করতে নেমে ২২.৫ ওভারে ১৪২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এই দুইজনের পার্টনারশিপ ভাঙ্গেন ফাস্ট বোলার মোহাম্মদ সামি। ৬৯ বলে ৬ টিচার এবং একটি ছক্কার সাহায্যে ৬০ রান করে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির পথে হাঁটছিলেন ডেভিড ওয়ার্নার। তবে দলীয় ১৫৬ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৭৭ বলে ৭ টিচার এবং তিনটি ছক্কার সাহায্যে ৮৩ রান করে আউট হন তিনি। তবে আজ ও ব্যাটিং তাণ্ডব চালিয়েছে স্টিভেন স্মিথ।

মাত্র ৬২ বলে ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ১০৫ রান করেছিলেন স্টিফ স্মিথ। আজ ৬৪ বলে ১৪ টি চার এবং দুটি ছক্কা সাহায্যে ১০৪ রান করে হার্দিক পান্ডিয়ার বলে প্যাভিলিয়নে ফেরেন স্টিভ স্মিথ।

তবে বাকি কাজটুকু করে দিয়েছেন মার্নাস ল্যাবুশানে এবং গ্লেন ম্যাক্সওয়েল। এই দুইজনের ৮০ রানের পার্টনারশিপ ভাঙেন জাসপ্রিত বুমরাহ। ৬১ বলে পাঁচ টিচারের সাহায্যে ৭০ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্নাস ল্যাবুশানে। তবে গত ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটিং তাণ্ডব চালিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। ২৯ বলে চারটি চার এবং চারটি ছক্কা সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল।।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, জসপ্রিত বুমরাহ, ইয়ুযবেন্দ্র চাহাল।





অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশানে, মোজেস হেনরিকে, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।