লঙ্কান প্রিমিয়ার লিগে রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গতকাল লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার গড়লেন টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মাটিতে দ্রুততম ফিফটির রেকর্ড।
লঙ্কান প্রিমিয়ার লিগের গতকাল (শনিবার) গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ১৪ বলে হাফ সেঞ্চুরি করে শ্রীলঙ্কার মাটিতে দ্রুততম ফিফটি রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল। বৃষ্টির কারণে গতকাল কলম্বো কিংস বনাম গল গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ অনুষ্ঠিত হয় পাঁচ ওভার করে।
এই ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। প্রথম ওভারেই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পাঁচ বলে তিনটি চারের সঙ্গে ছক্কা হাঁকান দুটি। দুই ওয়াইডসহ প্রথম ওভারেই আসে ২৬ রান। এর পরের ওভারে আসিথা ফার্নান্দোকে ছক্কার পর চার মারেন টানা তিনটি।
চতুর্থ ওভারে আমিরকে থার্ডম্যান দিয়ে চার মেরে পূর্ণ করেন ফিফটি। তারই সাথে টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ ওভারে আফ্রিদির বলে চার-ছক্কায় দলের সংগ্রহ নিয়ে যান একশর কাছে।
১৯ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন রাসেল। পাঁচ ওভারে কলম্বো তোলে ১ উইকেটে ৯৬ রান। জবাবে ২ উইকেটে গল করতে পারে কেবল ৬২ রান। কলম্বো জেতে ৩৪ রানে।
টি-টোয়েন্টিতে রাসেলের আগের দ্রুততম ফিফটি ছিল আইপিএলে। ২০১৫ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেন্সে ১৯ বলে ছুঁয়েছিলেন পঞ্চাশ। এই সংস্করণে দ্রততম ১২ বলে ফিফটি আছে তিন জনের। একজনের আছে ১৩ বলে। ১৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন রাসেলসহ নয় জন।