বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। আজ দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীতে বিপক্ষে তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় লাভ করেছে ফরচুন বরিশাল।
টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রান সংগ্রহ করে মিনিস্টার গ্রুপ রাজশাহী। জবাবে তামিম ইকবালের টুর্নামেন্টের সেরা ব্যাটিংয়ে ১ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় ফরচুন বরিশাল।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে দলের দুই ওপেনার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল ইসলাম ইমন। তাদের দুইজনের ৩৯ রানের পার্টনারশিপ ভাঙেন ফাস্ট বোলার আবু জায়েদ রাহী।
১৯ বলে দুটি চার এবং একটি ছক্কায় সাহায্যে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে প্যাভিলিয়নে ফেরেন রনি তালুকদার। ব্যাটিংয়ে নেমে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন মোহাম্মদ আশরাফুল।
তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ২৪ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন আনিসুল ইসলাম ইমন। পরের ওভারেই কাজী নুরুল হাসান সোহানের উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি।
৬৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী। তবে এই দিনে রাজশাহী হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মেহেদী হাসান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ফজলে মাহমুদ। এই দুইজনের ৬৫ রানের পার্টনারশিপ ভাঙেন তাসকিন আহমেদ। ৩২ বলে তিনটি চারের সাহায্যে ৩১ রান করে আউট হন ফজলে মাহমুদ।
ইনিংসের শেষ ওভারে ৩টি উইকেট তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। প্রথম বলেই ১ রান করা ফরহাদ রেজা উইকেট তুলে নেন তিনি। এর পরের বলেই আউট হয়ে যান মেহেদী হাসান। ২৩ বলে তিনটি ছক্কা সাহায্যে ৩৪ রান করেন মেহেদী হাসান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী।
মেহেদী হাসান মিরাজ দুইটি, আবু জায়েদ রাহি ও তাসকিন আহমেদ একটি এবং কামরুল ইসলাম রাব্বি ৪ টি উইকেট লাভ করেন।
১৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ইবাদত হোসেনের বলে ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এরপর তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে ৬১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক তামিম ইকবাল।
দলীয় ৬৫ রানের মাথায় এই জুটি ভাঙ্গেন মেহেদী হাসান। ১৭ বলে ৩ টিচার এবং একটি ছক্কা সাহায্য ২৩ রান করে আউট হন পারভেজ হোসেন ইমন। তবে অন্য প্রান্ত থেকে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকেন অধিনায়ক তামিম ইকবাল। ৪৫ বলে এই টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল।
তামিম ইকবালকে যোগ্য সঙ্গ দেন তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। তবে ইনিংসের ১৭ তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তামিম ইকবাল এবং তৌহিদ হৃদয়ের ৬৬ রানের পার্টনারশিপ ভাঙ্গেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ১৭ রানে তৌহিদ হৃদয়কে আউট করার পর ০ রানে আফিফ হোসেনকে আউট করেন তিনি।
তবে অন্য প্রান্তে তখনও অপরাজিত ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবালের টুর্নামেন্ট সেরা ৭৭ রানের সুবাদে ৬ উইকেটে জয় লাভ করে বরিশাল। ৬১ বলে ১০ টিচার এবং দুটি ছক্কার সাহায্যে ৭৭ রান করে অপরাজিত থাকেন তামিম ইকবাল।
বরিশাল একাদশ: মেহিদী হাসান মীরাজ, তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম আনকন, আবু জায়েদ, সুমন খান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি।
রাজশাহী একাদশ: নাজমুল হোসেন শান্তা (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদ, নুরুল হাসান, মাহেদী হাসান, ফরহাদ রেজা, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, এবাদত হোসেন।