মোস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে এবার জেমকন খুলনাকে ৮৬ রানে অল আউট করলো গাজী গ্রুপ চট্টগ্রাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জেমকন খুলনা। এই দিন অনামুল হক বিজয়ের সাথে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসান।

ইনিংসের প্রথম ওভারে প্রথম পাঁচ বলে ছয় রান নেন আনামুল হক বিজয়। কিন্তু সেই ওভারের শেষ বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আনামুল হক বিজয়। দলীয় ২৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় জেমকন খুলনা।

ইনিংসের পঞ্চম ওভারে জোড়া উইকেট তুলে নেন নাহিদুল ইসলাম। ওই ওভারে তিনি তুলে নেন দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের উইকেট। ৬ বলে ৩ রান করে নাহিদুল ইসলাম বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

ওই ওভারে এক রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বেশিদূর যেতে পারেননি জহুরুল ইসলাম অমি। তাইজুল ইসলামের বলে ১৪ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন জহিরুল ইসলাম অমি।

প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এই ম্যাচে শুরুটা ভালই করেছিলেন ইমরুল কায়েস। তবে তিনিও ইনিংস বড় করতে পারেনি। দলীয় ৫৭ রানের মাথায় ২৬ বলে তিনটি চারের সাহায্যে ২১ রান করে তাইজুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস।

গত দুই ম্যাচে ব্যাট হাতে খুলনার হয়ে হাল ধরেছিলেন আরিফুল হক এবং শামীম হোসেন। ম্যাচে বেশি দূর যেতে পারেননি শামীম পাটোয়ারী। ৮ বলে একটি চার এবং একটি ছক্কা সাহায্যে ১১ রান করে মুস্তাফিজের বলে প্যাভিলিয়নে ফেরেন শামীম হোসেন।

দলীয় ৮০ রানের মাথায় ৫ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শহিদুল ইসলাম। এক রান পরেই রিশাদ হোসেনের উইকেট তুলে নেন মুস্তাফিজ। দলীয় ৮৬ রানের মাথায় জোড়া উইকেট তুলে নেন মোস্তাফিজ। আরিফুল হককে ১৫ আল-আমিন হোসেনকে ০ রানে আউর করেন তিনি। ৩.৫ ওভারে পাঁচ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ৮৭ রান।

চট্টগ্রাম একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, শামসুর রহমান, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।





খুলনা একাদশ: এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, আরিফুল হক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।