প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরলেন আনামুল হক বিজয়।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জেমকন খুলনা। এই দিন অনামুল হক বিজয়ের সাথে ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামে সাকিব আল হাসান।

ইনিংসের প্রথম ওভারেপ্রথম পাঁচ বলে ছয় রান দেন আনামুল হক বিজয়। কিন্তু সেই সম্ভব হলে রান দিতে গিয়ে ভুল বোঝাবুঝির কারণে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আনামুল হক বিজয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১ ওভারে ১ উইকেটে ৬ রান সংগ্রহ করেছে খুলনা।

চট্টগ্রাম একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, শামসুর রহমান, মোঃ মিঠুন, মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।





খুলনা একাদশ: এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, আরিফুল হক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ।