আজ প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা বনাম চট্টগ্রাম। এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বরিশাল বনাম রাজশাহী।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। ‌টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল বনাম সর্বোচ্চ দুটি ম্যাচে জয়লাভ করা দল মিনিস্টার গ্রুপ রাজশাহী।

টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করেছে চট্টগ্রাম। দুর্দান্ত ফর্মে রয়েছে লিটন দাস এবং সৌম্য সরকার। এছাড়াও বল হাতে দারুণ বোলিং করছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা।

অন্যদিকে তারকাখচিত দল জেমকন খুলনা প্রথম ম্যাচে জয়লাভ করলো দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বাজেভাবে হেরেছে তারা। তাই আজকের ম্যাচে জেমকন খুলনা দলের একাদশে আসতে পারে পরিবর্তন। দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে স্পোর্টস চ্যানেলে।

জেমকন খুলনা দলের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয় ইমরুল কায়েস, সাকিব-আল-হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম অমি, আরিফুল হক, শামীম হোসেন, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, রিশাদ হোসেন, শফিউল ইসলাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম দলের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।





বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দল হিসেবে ধরা হচ্ছিল মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। তাদের দলে নেই কোনো আইকন ক্রিকেটার। এছাড়াও তাদের দলের সেরা ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন হয়েছেন ইনজুরিতে। টি-টোয়েন্টি কাপের নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ২ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনাকে ৬ উইকেটে হারায় তারা। নাজমুল হোসেন শান্তর দলের সামনে এবার হ্যাটট্রিক জয়ের সুযোগ।

অন্যদিকে, তামিম ইকবালের দল ফরচুন বরিশাল এখন পর্যন্ত ১টি ম্যাচ খেলেছে। খুলনার বিপক্ষে ওই ম্যাচে তারা ৪ উইকেটে হেরেছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি ‍শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের সম্ভাব্য একাদশ : আনিসুল ইসলাম ইমন, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বী, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, ফরহাদ রেজা, মুকিদুল ইসলাম, আরাফাত সানি, ইবাদত হোসেন।





ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জাহেদ রাহি, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব।