জনি বেয়ারস্টোর ৪৮ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলো ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। গত মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। টসে হেরে ব্যাট করতে নেমে ফাফ দু প্লেসির ফিফটিতে ৬ উইকেটে ১৭৯ রান রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড।

কেপ টাউনের নিউল্যান্ডসে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই টেম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে শুরুর চাপ ভালোভাবেই সামাল দেন দুই ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং ফাফ দু প্লেসি।

পাঁচ ওভারে ৫০ স্পর্শ করে দক্ষিণ আফ্রিকার ইনিংস। টম কারানের এক ওভার থেকেই ২৪ রান নেন দু প্লেসি। তার ছয় বাউন্ডারির চারটিই আসে সেই ওভারে। তবে এর পরেই দক্ষিণ আফ্রিকার লাগাম টেনে ধরে ইংল্যান্ড। ২৩ বলে ৩০ রান করা অধিনায়ক ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন ক্রিস জর্ডান।

৩৪ বলে পঞ্চাশ ছুঁয়ে রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন দু প্লেসি। পারেননি তিনি। স্যাম কারানকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়ে থামেন সাবেক এই অধিনায়ক।

৪০ বলে খেলা তার ৫৮ রানের ইনিংসে দুটি ছক্কার পাশে চারটি চার। জফ্রা আর্চারের সাদামাটা এক ডেলিভারিতে টাইমিং করতে না পেরে সীমানায় ক্যাচ দেন তিন ছক্কায় ৩৭ রান করা ফন ডার ডাসেন।





শেষের দিকে হাইনরিখ ক্লাসেন (১২ বলে ২০) ও অভিষিক্ত জর্জ লিন্ডের (৬ বলে ১২) ব্যাটে ১৮০-এর কাছাকাছি যায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। দারুণ বোলিংয়ে স্যাম কারান ২৮ রানে নেন ৩ উইকেট। খরুচে বোলিংয়ে তার ভাই টম কারান ৫৫ রানে নেন একটি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। অভিষেকে দ্বিতীয় বলেই উইকেট পান লিন্ডে। তাকে কাট করতে গিয়ে ডি ককের গ্লাভসবন্দি হন জেসন রয়। আরেক ওপেনার জস বাটলারকে থামান লুঙ্গি এনগিডি। বেয়ারস্টো ও বেন স্টোকসের ব্যাটে শুরুর ধাক্কা সমাল দেয় ইংল্যান্ড।

জুটিতে অগ্রণী ছিলেন বেয়ারস্টো, পরে রানের গতি বাড়ান স্টোকসও। ২৭ বলে এক চার ও তিন ছক্কায় ৩৭ রান করা স্টোকসকে বিদায় করে ৮৫ রানের জুটি ভাঙেন তাবরাইজ শামসি। তখনও ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল বেশ কঠিন।

দলীয় ১৬ তম ওভারে বিউরান হেনড্রিকসের ওভার থেকে ২৮ রান নিয়ে ম্যাচ নিজেদের মুঠোয় নিয়ে আসেন বেয়ারস্টো ও মর্গ্যান। বোলিংয়ে ফিরে মর্গ্যানকে ফিরিয়ে ২০ বলে গড়া ৪০ রানের জুটি ভাঙেন এনগিডি। স্যাম কারানকে নিয়ে বাকিটুকু অনায়াসে সারেন বেয়ারস্টো।

দক্ষিণ আফ্রিকার লিন্ডে ও এনগিডি নেন দুটি করে উইকেট। খরুচে বোলিংয়ে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য হেনড্রিকস।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৯/৬ (বাভুমা ৫, ডি কক ৩০, দু প্লেসি ৫৮, ফন ডার ডাসেন ৩৭, ক্লাসেন ২০, ফন বিলিয়োন ৭, লিন্ডে ১২; স্যাম কারান ৪-০-২৮-৩, আর্চার ৪-০-২৮-১, টম কারান ৪-০-৫৫-১, রশিদ ৪-০-২৭-০, জর্ডান ৪-০-৪০-১)





ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১৮৩/৫ (রয় ০, বাটলার ৭, মালান ১৯, বেয়ারস্টো ৮৬*, স্টোকস ৩৭, মর্গ্যান ১২, স্যাম কারান ৭*; লিন্ডে ৪-০-২০-২, রাবাদা ৪-০-৩২-০, হেনড্রিকস ৪-০-৫৬-০, এনগিডি ৩.২-০-৩১-২, শামসি ৩-০-২৭-১, ক্লাসেন ১-০-১৪-০)