শ্রীলংকার প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করলেন আফ্রিদি। আজ লঙ্কান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে শাহিদ আফ্রিদির দল গল গ্ল্যাডিয়েটর্স মুখোমুখি হয় থিসারা পেরেরার নেতৃত্বাধীন জাফনা স্ট্যালিয়ন্স।
লঙ্কান প্রিমিয়ার লিগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ওয়ালটনের উইকেট হারিয়ে চাপে পড়ে গল গ্ল্যাডিয়েটর্স। এরপর আজম খান এবং দানুশকা গুণাথিলাকা কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন।
তবে দানুশকা গুণাথিলাকা ৩৮, আজম খান ২০ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে গল গ্ল্যাডিয়েটর্স। তবে শেষের দিকে অধিনায়ক শহীদ আফ্রিদি তুলে নিয়েছেন ঝড়ো হাফসেঞ্চুরি।
মাত্র ২৩ বলে তিন টিচার এবং ছয়টি ছক্কা হাঁকিয়ে ৫৮ রান করেন শহীদ আফ্রীদি। এছাড়াও দানুশকা গুণাথিলাকা ৩৮, আজম খান ২০, ভানুকা রাজাপক্ষ ২১ রানের সুবোধের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে গল গ্ল্যাডিয়েটর্স।