বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আগামীকাল মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। দেখে নিন দুই দলের সেরা একাদশ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামীকাল মুখোমুখি হচ্ছে জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম। ‌ ইতিমধ্যেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে গতকাল ৯ উইকেটে বড় ব্যবধানে জয়লাভ করেছে চট্টগ্রাম। দুর্দান্ত ফর্মে রয়েছে লিটন দাস এবং সৌম্য সরকার। এছাড়াও বল হাতে দারুণ বোলিং করছেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা।

অন্যদিকে তারকাখচিত দল জেমকন খুলনা প্রথম ম্যাচে জয়লাভ করলো দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বাজেভাবে হেরেছে তারা। তাই আগামী কালকের ম্যাচে জেমকন খুলনা দলের একাদশে আসতে পারে পরিবর্তন। আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখা যাবে স্পোর্টস চ্যানেলে।

জেমকন খুলনা দলের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয় ইমরুল কায়েস, সাকিব-আল-হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম অমি, আরিফুল হক, শামীম হোসেন, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, রিশাদ হোসেন, শফিউল ইসলাম।





গাজী গ্রুপ চট্টগ্রাম দলের সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, তাজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।