সৌম্য সরকার এবং লিটন দাসের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১০.৫ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতল গাজী গ্রুপ চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৮ রান সংগ্রহ করেছে মুশফিকুর রহিমের দল ঢাকা। ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে একমাত্র মোঃ নাঈম শেখ ছাড়া আর কোন ব্যাটসম্যান বড় স্কোর করতে পারেননি।

ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ২ রান করে শরিফুল ইসলামের বলে প্যাভিলিয়নে ফেরেন তরুণ ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। এরপরে ১০ বলে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান। তার উইকেটটি ও তুলে নেন শরিফুল ইসলাম।

তবে দল সবচেয়ে বিপদে পড়ে যখন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফিরে যান। নাহিদুল ইসলামের বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ২১ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বড় ধরনের চাপে পড়ে বেক্সিমকো ঢাকা।

এরপর কিছুটা চাপ সামাল দেন মোহাম্মদ নাঈম এবং আকবর আলি। তবে এই দুইজনকে বেশি সময় টিকতে দেননি মোসাদ্দেক হোসেন। তবে দলীয় ৬৫ রানের মাথায় ১৩ বলে ১৫ করা আকবর আলী এবং ১ রান পরেই মোহাম্মদ নাঈম শেখের উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন।

২৩ বলে তিন টিচার এবং তিনটি ছক্কার সাহায্যে ৪০ রান করেন নাঈম শেখ। তবে এরপর আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে না পারলে ১৬.২ ওভার এর সবকয়টি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে বেক্সিমকো ঢাকা। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং তাইজুল ইসলাম দুটি করে উইকেট লাভ করেন।





৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী রূপে খেলতে থাকেন দুই ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং লিটন দাস। দলের খাতায় এই দুই ওপেনার যোগ করেন ৭৯ রান। ৩২ বলে তিন টিচার এবং ১টি ছক্কা সাহায্যে ৩৪ রান করে নাসুম আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন দাস। অন্য প্রান্তে থেকে সৌম্য সরকার ২৯ বলে ৪ টিচার এবং ২ টি ছক্কা সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন।