ব্যাক-টু-ব্যাক ডাক মারলেন ইমরুল কায়েস। প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন মেহেদী হাসান

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আজকের দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপে রাজশাহীর বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জেমকন খুলনা। টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ইমরুল কায়েসের উইকেট হারিয়েছে জেমকন খুলনা।

পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন ইমরুল কায়েস। ব্যক্তিগত প্রথম ওভারেই তৃতীয় বলে উইকেটের দেখা পেয়েছেন গত ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হওয়া ক্রিকেটার শেখ মেহেদী হাসান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে ১ উইকেটে ৭ রান সংগ্রহ করেছে জেমকন খুলনা। ব্যাটিংয়ে রয়েছেন আনামুল হক বিজয় এবং সাকিব আল হাসান।

দুই দলের একাদশ :
খুলনা : এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, জহুরুল ইসলাম, আরিফুল হক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শহীদুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন।





রাজশাহী : আনিসুল ইসলাম ইমন, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল, ফজলে রাব্বী, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, ফরহাদ রেজা, মুকিদুল ইসলাম, আরাফাত সানি, ইবাদত হোসেন।