দিয়াগো আরমান্দো মারাদোনা! ফুটবল খেলে মহাতারকা হয়েছিলেন যে ব্যক্তি। গতকাল না ফেরার দেশে চলে গিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। পুরো বিশ্বজুড়েই অগণিত ভক্তদের কাঁদিয়ে বিদায় নিলেন তিনি।
বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মা,রা যান তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।
ম্যারাডোনার মৃ’ত্যুতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, ‘প্রতিটি প্রজন্মেই এমন খেলোয়াড় আছেন নিজেদেরকে এক একজন আইকনিক হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। আবার এমন কিছু খেলোয়াড় থাকেন যারা, নিজের প্রজন্মকে অতিক্রম করে যান এবং নিজেই সেই খেলাটির আইকন হয়ে ওঠেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জীবনে একবার হলেও মারাদোনাকে সামনে থেকে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু মাশরাফির সেই
চাওয়া আর পূরণ হলো না।
মাশরাফির স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘শোকের পরে শোক চলছে।
তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না।
ব্যক্তিজীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।
তোমার বাঁ-পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।
ভালো থেকো ওপারে যাদুকর।
দি ড্রিবলিং মাস্টার
দিয়েগো আরমান্দো মারাদোনা (RIP)’