বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চতুর্থ ম্যাচে আগামীকাল (২৬ নভেম্বর) মুখোমুখি হচ্ছে গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম বেক্সিমকো ঢাকা। আগামীকাল ঢাকার বিপক্ষে ম্যাচে দিয়েই এই টুর্নামেন্টের শুরু করছে মোহাম্মদ মিঠুনের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। গতকাল উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ম্যাচ হেরেছে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।
আগামীকাল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখতে পারবেন বিটিভি ওয়ার্ল্ড এবং টি স্পোর্টস চ্যানেলে। দুই দলেই রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাধিক ক্রিকেটার। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক ঝাঁক তরুণ ক্রিকেটাররা হয়েছে গাজী গ্রুপ চট্টগ্রামে।
ওপেনিংয়ে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুজন ব্যাটসম্যান লিটন দাস এবং সৌম্য সরকার। টপ অর্ডার, এবং মিডল অর্ডারে আরও রয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান, মোমিনুল হক।
এছাড়াও অভিজ্ঞ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানের সাথে রয়েছেন শরিফুল ইসলাম। স্পিনে তাইজুল ইসলামের সাথে থাকবেন রকিবুল হাসান। তাই অনেক শক্তিশালী একাদশের বিপক্ষে মাঠে নামতে হবে বেক্সিমকো ঢাকাকে।
গাজী গ্রুপ চট্টগ্রাম এর সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, রকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বেক্সিমকো ঢাকার সম্ভাব্য একাদশ : মুশফিকুর রহীম (অধিনায়ক), নাইম শেখ, তানজিদ হাসান তামিম, রুবেল হোসেন, নাসুম আহমেক, আকবর আলী, ইয়াসির রাব্বি, সাব্বির হোসেন, মেহেদি রানা, মুক্তার আলি, নাইম হাসান।