স্বপ্নের ক্রিকেটার তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ব্যাট করতে পেরে দারুণ খুশি যুব বিশ্বকাপ জয়ী দলের আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন

গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। গতকাল ফরচুন বরিশালের হয়ে ৫১ রান করেছেন তিনি। তবে হাফ সেঞ্চুরি থেকে সবচেয়ে বড় পাওয়া ছোটবেলার স্বপ্নের ক্রিকেটার তামিম ইকবালের সাথে ওপেনিং ব্যাটিং করা।

কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্ট কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিং ব্যাটিং করেছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। এবার তামিম ইকবালের সাথে ওপেনিং পার্টনারশিপ বেঁধেছেন তারই আরেক সতীর্থ ক্রিকেটার পারভেজ হোসেন ইমন।

পারভেজ হোসেন ইমন এর বাড়ি চট্টগ্রাম। তানজিদ হাসান তামিম এর মত পারভেজ হোসেন ইমন এর ছোটবেলার স্বপ্নের ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল। তাইতো শৈশবের নায়কের সাথে ব্যাটিং করতে পেরে দারুণ খুশি ইমন। ‘অনুভূতি অবশ্যই অনেক ভালো। উনি আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার। উনার সঙ্গে ব্যাটিং করতে পেরে সত্যি আমি অনেক খুশি”। সাংবাদিকদের বলেছেন পারভেজ হোসেন ইমন।

গতকাল ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। জাতীয় দলের ফাস্ট বোলার শফিউল ইসলামের বলে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের রানের খাতা খোলেন পারভেজ হোসেন ইমন। সাকিব, মাহমুদউল্লাহ, শফিউল, আল আমিন- কেউই বাদ পড়েননি তার ব্যাটের সামনে। ৪২ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা ছিল ইমনের ইনিংসে।

দারুণ একটি ইনিংস খেলে আত্মবিশ্বাসী ইমনের চোখ এখন সামনের দিকে, ‘যা হয়েছে, আলহামদুলিল্লাহ। ইনিংসটা আরও ভালো করা যেত। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করার দিকে নজর থাকবে। ইনিংসটা আরও বড় করার চেষ্টা করবো।’





বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা ইমন এখনই বড়দের ক্রিকেটের সঙ্গে পার্থক্যটা বুঝে গেছেন, ‘আসলে পার্থক্যটা অনেক। এখানে অনেক বেশি অভিজ্ঞতার দরকার। তো দুই জায়গায় আমার কাছে অভিজ্ঞতার পার্থক্যটাই বেশি লেগেছে।’