বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে প্রথমদিনে জয় লাভ করা দুই দল জেমকন খুলনা বনাম মিনিস্টার গ্রপ রাজশাহী। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টানটান উত্তেজনায় ২ রানে বেক্সিমকো ঢাকাকে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
অন্য ম্যাচে আরিফুল হকের বিধ্বংসী ব্যাটিংয়ে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে জেমকন খুলনা। আগামী কালকের ম্যাচের জন্য মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং জেমকন খুলনা দলের সম্ভাব্য একাদশ
মিনিস্টার গ্রুপ রাজশাহীর সম্ভাব্য একাদশ: মোহাম্মদ আশরাফুল, আনিসুল ইমন, ফরহাদ রেজা, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, ফজলে রাব্বি, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, এবাদত হোসেন, মাহিদুল ইসলাম মুগ্ধ।
জেমকন খুলনার সম্ভাব্য একাদশ : আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), জহিরুল ইসলাম অমি, আরিফুল হক, শামিম হসেন, শহীদুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ।