গতকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের খেলছে বাংলাদেশের ৮০ জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের সকল ক্রিকেটাররা।
তাই মাঠে বসে ক্রিকেটারদের পরখ করে দেখতে ঢাকা এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এর আগে বিসিবি প্রেসিডেন্ট কাপে ক্রিকেটারদের সাথে ছিলেন রাসেল ডমিঙ্গো।
বিসিবি প্রেসিডেন্ট কাপ শেষ হওয়াই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যান রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামী জানুয়ারিতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা।
ওই সিরিজকে সামনে রেখে অনেক আগেই বাংলাদেশ আসলেন রাসেল ডমিঙ্গো। জাতীয় দলের নিয়মিত পারফরমারদের সঙ্গে তরুণ প্রজন্মের কারা এই টুর্নামেন্টে কেমন করছেন, সেটি সামনে থেকেই দেখতে চান কোচ। তাই আর দেরি করেননি।