প্রতিবছরই আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কার দিয়ে থাকেন। তবে এবার বর্ষসেরা ক্রিকেটারদের পাশাপাশি দশক সেরা ক্রিকেটারদের পুরস্কার দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই পুরস্কারের জন্য ইতিমধ্যেই মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
মোট পাঁচটি ক্যাটাগরিতে দেয়া হবে পুরুষ্কার। দশক সেরা ক্রিকেটার, দশক সেরা টেস্ট ক্রিকেটার, দশক সেরা ওয়ানডে ক্রিকেটার, দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার। এই ৫ ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে সুযোগ পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার। সব কয়টি ক্যাটাগরিতে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
১. দশক সেরা ক্রিকেটার : বিরাট কোহলি (ভারত) রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গকারা (শ্রীলঙ্কা)৷
২. দশক সেরা টেস্ট ক্রিকেটার : বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), ইয়াসির শাহ (পাকিস্তান)৷
৩. দশক সেরা ওয়ানডে ক্রিকেটার : বিরাট কোহলি (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷
৪. দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার : বিরাট কোহলি (ভারত), রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), রশিদ খান (আফগানিস্তান)৷
৫. আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার : বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন(নিউজিল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম(নিউজিল্যান্ড), মিসবাহ-উল-হক(পাকিস্তান), মহেন্দ্র সিং ধোনি(ভারত), আনয়া শ্রুবসোল, ক্যাথেরিন ব্রান্ট, মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)।