গতকাল হয়তো প্রথমে আরিফুল হকের ব্যাটিং দেখে অনেকেই হতাশ হয়েছিলেন। তার কারণ তাই ইনিংসের প্রথম ২১ বলে আরিফুল করেন কেবল ১২ রান, ছিল না কোনো বাউন্ডারি। তবে আরিফুল করছিলেন অপেক্ষা একটি ওভার এর জন্য। মিরাজ শেষ ওভারটি করার আগে আরিফুল হকের রান ছিল ২৯ বলে ২৪।
কিন্তু শেষ ওভারে সব হিসাব-নিকাশ পাল্টে দেন আরিফুল হক। ভিলেন থেকে সোজা হিরো হয়ে গেলেন তিনি। শেষ ওভারে দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রানের। কিন্তু বোলিংয়ে স্পিনাল মেহেদী হাসান মিরাজ কে পেয়ে তাণ্ডব চালিয়েছেন তিনি। প্রথম পাঁচ বলেই চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে জয় নিশ্চিত করেন আরিফুল হক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, দলকে জেতানোর চেষ্টা থেকেই খেলেছেন এমন ইনিংস। “দলের যতটুকু দরকার ছিল, আমার সাধ্য দিয়ে সেভাবেই চেষ্টা করেছি। সফল হয়েছি, এই আরকি।”
কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলের একটি খুলনা। আরিফুল জানালেন, এই হিসেব ভাবনাতেও রাখছেন না তারা। জানেন, এমনি এমনি আসবে না কোনো জয়। নিজেদের মেলে ধরেই জিততে হবে তাদের।
“কাগজে-কলমে হয়তো আমরা ভালো দল। কিন্তু প্রতিটা ম্যাচ আমাদের খেলেই জিততে হবে। নিজেদের আগেই ভালো দল মেনে নিয়ে ক্রিকেট খেলা হয় না। আজ এমন পরিস্থিতি এসেছে, আবার কিছু দিন এমন হবে যে আমরা ভালোভাবেই জিতে গেছি। ক্রিকেট খেলাটাই এমন, আমাদের এভাবেই খেলতে হবে।”