গতকাল স্মরণীয় একটি দিন পার করেছেন জেমকন খুলনা দলের অলরাউন্ডার আরিফুল হক। শেষ ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচে তো নায়ক হয়ে যান আরিফুল হক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের গতকাল দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য জেমকন খুলনার প্রয়োজন ছিল ২২ রানের।
ম্যাচ শেষ ওভারে পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল তামিম ইকবালের দল ফরচুন বরিশালের। কিন্তু শেষ ওভারে সব হিসাব পাল্টে দেন আরিফুল হক। মেহেদী হাসান মিরাজের শেষ ওভারে ৫ বলের মধ্যে চারটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন আরিফুল।
তবে অবিশ্বাস্যভাবে ম্যাচ হারলেও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে খুশি তামিম ইকবাল। শেষ ওভারে মিরাজের বোলিং করা অনেক কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তামিম বলেন“১৯ ওভার পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম। শুধু একটা ওভারই তাদের পক্ষে গেছে। আপনি জানেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একটা বা দুইটা ওভার পুরো ম্যাচ বদলে দিতে পারে। আর এটাই হয়েছে।”
“আরিফুল খুব ভালো খেলেছে। মাঝখানে উইকেট দরকার ছিল, আমাদের পেসাররা সেটা এনে দিতে পারেনি…মিরাজের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। সব মিলিয়ে আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। দুভার্গ্যবশত আমরা ম্যাচটা হেরে গেছি। আমি ছেলেদের চেষ্টায় বেশ খুশি।”
বরিশালের ব্যাটসম্যানদের মধ্যে বিশের ঘর ছাড়াতে পেরেছেন কেবল পারভেজ হোসেন। ৫১ রান করা বাঁহাতি এই ব্যাটসম্যান তার ইনিংসটাকে আরেকটু লম্বা করতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো বলে মনে করেন তামিম।
“সে খুব ভালো ব্যাটিং করেছে। বল খুব ভালো স্ট্রাইক করছিল। যেভাবে খেলছিল ৬০-৭০ রান করতে পারতো। ও সেটা পারলে আমরাও হয়তো ১৬০-১৭০ করতে পারতাম।”