মেহেদী হাসানের বোলিংয়ে দারুণ প্রশংসা করলেন মুশফিকুর রহিম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নাটকীয়তা দেখল ক্রিকেট বিশ্ব। শেষ ওভারে মাত্র ৯ রানের টার্গেটে দুর্দান্ত বোলিং করে দলকে জয় এনে দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। এর আগে ব্যাট হাতেও টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করায় রাজশাহীর অফ-স্পিনার মেহেদি হাসানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিক।

তিনি বলেন, ‘তারা যেভাবে খেলেছে এবং শেষ ওভারে মেহেদির বোলিং ছিল দুর্দান্ত। আমি মনে করি আমরা বোলিংয়ে খুব ভালো করতে পারিনি। আমি মনে করি না, আমরা ভালো শুরু করেছি। আমরা মাঝখানে ভালো করেছিলাম এবং শেষ পর্যন্ত সোহান ও মেহেদি ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের বোলাররা নিজেদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি।’

ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দিকেই এনেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বড় ইনিংস খেলতে না পারার কারণেই ম্যাচ হারতে হয়েছে তাদের এমনটাই মন্তব্য করেছেন তিনি। নাইম শেখ ২৬ রান করলেও ইনিংসকে বড় করতে পারেননি। তবে চতুর্থ উইকেটে ৫৩ বলে ৭১ রানের জুটি গড়েন মুশফিক ও আকবর আলী।

উইকেটে দারুনভাবে সেট হয়ে গিয়ে দুজনেই গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন। ‘ইনিংস বড় করাটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আমরা তা করতে পারিনি। এটি ম্যাচ হারের আরও একটি বড় কারণ। আমি-আকবর ও নাইম ক্রিজে সেট হয়েছিলাম, কিন্তু তা কাজে লাগাতে পারিনি।’





মুক্তার আলীর প্রশংসা করে মুশফিক আরও বলেন, ‘ম্যাচটি আমাদের হাতেই ছিল, তবে তারা ভালো বোলিং করেছে। আমি ও আকবর গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছি। এ ধরনের উইকেটে ব্যাটিংয়ে নেমেই শুরু থেকেই বড় শট নেয়া কঠিন। ক্রিজে এসেই তিনটি ছক্কা মারবে কোন ব্যাটসম্যান, আমরা তা আশা করিনি। শেষ ওভার ছাড়া মুক্তার খুবই ভালো ব্যাটিং করেছে।’