অবশেষে দীর্ঘ ৯ মাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। ৯ মাস পর আজ আবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগ। মহামারীর কারণে গত ১৫ মার্চের পর সকল ধরনের ক্রিকেট ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর ধাপে ধাপে ক্রিকেটারদের মাঠে আনতে শুরু করে বিসিবি।
প্রথমে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ এরপর তিন দলের বিসিবি প্রেসিডেন্ট কাপ। সব মিলিয়ে এখন পর্যন্ত সঠিক পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেশের ক্রিকেটারদের নিয়ে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ থেকে। যা এই মহামারীর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক বড় একটি অর্জন। আজ দুপুরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা বনাম নাজমুল হোসেন শান্ত অল মিনিস্টার গ্রুপ রাজশাহী।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের নতুন স্পোর্টস টিভি চ্যানেল ‘টি স্পোর্টস’। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেখা যাবে এই খেলা। দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। তবে উদ্বোধনী ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ শুনেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাই উদ্বোধনী ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর একাদশে থাকাটা অনেকটাই অনিশ্চিত মোহাম্মদ সাইফুদ্দিন-এর। তবে সাইফুদ্দিন ছাড়াও মিনিস্টার গ্রুপ রাজশাহী দলে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, এবাদত হোসেন, মেহেদি হাসান এবং নুরুল হাসান সোহান।
বেক্সিমকো ঢাকা দলে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে মুশফিকুর রহিম বেক্সিমকো ঢাকার অধিনায়ক। এছাড়াও ফাস্ট বোলার রুবেল হোসেন, আবু হায়দার রনি স্পিনার নাঈম হাসান, ব্যাটসম্যান নাঈম শেখ, সাব্বির রহমান ইয়াসির আলী রাব্বি। এছাড়াও রয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম আকবর আলী।
আজকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশ
মিনিস্টার গ্রুপ রাজশাহী সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, আনিসুল ইসলাম ইমন, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), ফরহাদ রেজা, এবাদত হোসেন, মাহিদুল ইসলাম মুগ্ধ, আরাফাত সানী, সানজামুল ইসলাম।
বেক্সিমকো ঢাকা সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, শাহাদাত হোসেন দিপু/আকবর আলী, নাঈম হাসান, মেহেদি হাসান রানা, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাসুম আহমেদ।