আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পান মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরির কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না মোহাম্মদ সাইফুদ্দিন।
শুধু আগামী কালকের ম্যাচেই নয় রাজশাহীর এই অলরাউন্ডার মিস করবেন আরো কমপক্ষে তিনটি ম্যাচ। যদিও আজ সন্ধ্যায় জানা যাবে সম্পূর্ণ রিপোর্ট। আজ মোহাম্মদ সাইফুদ্দিন এর ইনজুরি নিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন,
“আসলে সাইফউদ্দিনের গোড়ালির সর্বশেষ ও প্রকৃত অবস্থা কী- তা সবচেয়ে ভাল বলতে পারবেন ফিজিও। তিনিই সাইফউদ্দিনকে দেখছেন। ফিজিওই সর্বশেষ অবস্থা জানাবেন। হয়তো আজ রাতেই জানা যাবে আসলে সাইফউদ্দিনের সত্যিকার অবস্থা। এমনিতে গোড়ালি হচ্ছে একটা ভাইটাল জায়গা”।
“শরীরের পুরো ওজন পড়ে গোড়ালিতে। তাই এ ইনজুরি খুব সহসাই ভাল হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে এখন আধুনিক চিকিৎসার যুগ, ফিজিওরা তা ভাল জানেন। তারাই আসলে বলতে পারবেন, কবে নাগাদ তার পক্ষে মাঠে ফেরা সম্ভব হবে। আমার অভিজ্ঞতা বলে সাইফউদ্দিনের পক্ষে অন্তত এক সপ্তাহেরর আগে মাঠে ফেরা খুব কঠিন হবে।’