বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন সাব্বির রহমান। বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাব্বির রহমানের। একসময় বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান এখন জাতীয় দলের বাইরে রয়েছেন। তাই নিজেকে পুরনো ছন্দ ফিরে পেতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই ভালো করতে চান সাব্বির রহমান। আর সেই জন্য ওপেনিংয়েও ব্যাট করতে প্রস্তুত তিনি।
দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিং করতে চান তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা। আজ রবিবার অনুশীলনের পর সাব্বির রহমান বলেন, ‘আমি চেষ্টা করছি পুরোনো ছন্দে ফিরতে। ভালোভাবে অনুশীলন করছি। সেন্টার উইকেটে ব্যাটিং করছি। এই টুর্নামেন্টটাকে ঘিরে আমি অনুশীলন করছি। আশা করছি ভালো কিছু হবে।’
দলের প্রয়োজনে যে কোনও পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত আছেন সাব্বির, ‘দল যেখানে চাইবে, সেখানেই আমি ব্যাটিং করতে প্রস্তুত আছি। সেটা ওপেনিংয়ে হলে ওপেনিংয়েই। কিংবা ওয়ান ডাউন বা ছয়-সাতে হলেও আমি আছি।’
জাতীয় দলের বাইরে থাকা অনেকের জন্য এই টুর্নামেন্টকে সুযোগ বলে মনে করছেন তিনি। “এই টুর্নামেন্টের জন্য আমরা সবাই, সব খেলোয়াড় অপেক্ষা করছিলাম। যারা বিপিএল বা প্রিমিয়ার লিগ খেলি, যারা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলি, এ ধরনের টুর্নামেন্ট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ”।
“পাশাপাশি যারা জাতীয় দলে নাই, ওদের জন্য ফেরার বড় সুযোগ এই টুর্নামেন্ট। আমি চেষ্টা করব ভালো খেলার জন্য, সবসময় বলে আসছি। কষ্ট করছি, কঠোর পরিশ্রম করছি। দেখা যাক, কতটা পারফর্ম করতে পারি।”
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।