বিগত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
এরপর সাজা ভোগ করে ২০১৮ সালের ক্রিকেটের ময়দানে ফিরল ও এখনো পর্যন্ত জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তবে এখনো হাল ছাড়েননি মোহাম্মদ আশরাফুল। করোনা কালীন সময়ে ব্যক্তিগতভাবে কঠোর অনুশীলন চালিয়ে গেছেন মোহাম্মদ আশরাফুল। এ সময় কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি।
এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পুরোপুরি প্রস্তুত আছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মোহাম্মদ আশরাফুল বলেন, “এই টুর্নামেন্টের জন্য আমি ভালো একটা প্রস্তুতি নিয়েছি”।
“শেষ তিন মাস ধরেই আমি স্কিল এবং ফিটনেস অনুশীলন করেছি। এ সময় আমি কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। আমি এই কাজগুলো করেছি যখনই ঘরোয়া টুর্নামেন্ট হবে আমি যাতে তৈরি থাকতে পারি। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আমি পুরোপুরি তৈরি আছি।”
মিনিস্টার গ্রুপ রাজশাহী স্কোয়াড : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।