আগামী ২৪ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ মিরপুরে অনুশীলনে নেমে পড়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে দল নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
গত ১২ নভেম্বর হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য দল গুছিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। যেখানে ১ কোটি ১৩ লাখ টাকা খরচ করে নিজেদের ১৬ খেলোয়াড়কে নিয়েছে ফরচুন বরিশাল।
সবচেয়ে বেশি ১৫ লাখ টাকার ‘এ’ গ্রেড থেকে তারা নিয়েছে তামিম ইকবালকে, অধিনায়কত্বও দেয়া হয়েছে তাকে। তামিম ইকবাল ছাড়াও এই দলের রয়েছে তাসকিন আহমেদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লবদের মতো তরুণ ক্রিকেটাররা।
এর বাইরে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আছেন তৌহিদ হৃদয়, সাইফ হাসান, সুমন খান, মাহিদুল অঙ্কন, তানভীর ইসলাম, পারভেজ ইমনরা। কিন্তু সে অর্থে অভিজ্ঞ ক্রিকেটার নেই দলটিতে।
তামিম ছাড়া ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র কামরুম ইসলাম রাব্বি ও সোহরাওয়ার্দি শুভ। যাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়।
দলে তারুণ্যের ঝলকানি থাকলেও অভিজ্ঞতার কমতি থাকায় পুরো স্কোয়াড নিয়ে খুব একটা সন্তুষ্ট নন অধিনায়ক তামিম ইকবাল। ‘কোনো সন্দেহ নেই যে, আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই কথা উঠছে।’
তবে এতেই হাল ছেড়ে দিচ্ছেন না বরিশাল অধিনায়ক। তিনি আশায় আছেন কারও কাছ থেকে প্রত্যাশাতীত পারফরম্যান্স পাওয়া, ‘একইসঙ্গে এটাও বুঝতে হবে যে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখন হয়তো আমার দলে এমন কিছু প্লেয়ার আছে, যাদের আমরা কেউ বড় করে দেখছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটতে পারে। যেকোনো কিছু হতে পারে। আমি তেমন কিছুর আশায়ই থাকব।’
‘আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। আমরা সবসময় যেমন পরিকল্পনা করে খেলি সেভাবে খেললে জেতাটা কঠিন হয়ে পড়বে। অন্য দলকে সারপ্রাইজ করতে পারি। তাহলে অবশ্যই সম্ভব। আমাদের দলে যে দুই তিনজকে নিয়ে আশা করছি না তারা যদি ভালো খেলতে পারে। অনেক কিছুই হতে পারে।’
গত টুনামেন্টে ইরফান খুব ভালো খেলেছিল। এছাড়াও তৌহিদ হৃদয়কে আমি টি-টোয়েন্টিতে দেখার জন্য অপেক্ষায় আছি। ওদের দায়িত্ব নিতে হবে। আমার এমন একটা টিম যে সিনিয়র জুনিয়র নাই। আমার টিমে যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, হয়তো আমিই একমাত্র অভিজ্ঞ”।
“যদি আপনি সফল দল হতে চান, বিশেষত এই দল। আমি তেরো বছর খেলেছি অন্যরা দুই বছর খেলেছে এটা কোনো ম্যাটার না। আমার টিমটা নিয়ে কথা বলছি। আমি শুরুতেই যেটা বললাম আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। না হলে এটা আমাদের জন্য কঠিন হবে। তরুণ যারা আছে আফিফ, হৃদয়, ইরফান তাদের আউট অব স্কিল খেলতে হবে।”
অধিনায়ক হিসেবে নিজের পারফরম্যানসও অনেক বড় বিষয় হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার নিজের পারফরর্ম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দেন, আমি যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে। হয়তো বা আমার টুর্নামেন্টে আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে।’
ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম এবং সোহরাওয়ার্দি শুভ।