পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ শেষে দেশে ফিরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এবং ফরচুর বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। পাকিস্তান সুপার লিগের তিনটি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেছিলেন তামিম ইকবাল।
দীর্ঘদিন পর মাঠে ফিরে তাই ব্যাট হাতে ভালই রান পাচ্ছেন তামিমম ইকবাল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে চান তামিম ইকবাল। দলের সবার কাছ থেকে ভালো পারফর্মেন্স আশা করছেন তামিম ইকবাল। বিসিবি প্রেসিডেন্ট কাপে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয় এবং আফিফ হোসেন।
এই তিন ক্রিকেটার খেলবেন এবার তামিম ইকবালের দলের হয়ে। টুৃৃনামেন্টে এদের সবাইকেই ভালো পারফর্মেন্স করতে হবে বলে জানিয়েছেন তামিম ইকবাল। বিশেষ করে তরুণদের বেশি দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন,
‘আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। আমরা সবসময় যেমন পরিকল্পনা করে খেলি সেভাবে খেললে জেতাটা কঠিন হয়ে পড়বে। অন্য দলকে সারপ্রাইজ করতে পারি। তাহলে অবশ্যই সম্ভব। আমাদের দলে যে দুই তিনজকে নিয়ে আশা করছি না তারা যদি ভালো খেলতে পারে। অনেক কিছুই হতে পারে।’
গত টুনামেন্টে ইরফান খুব ভালো খেলেছিল। এছাড়াও তৌহিদ হৃদয়কে আমি টি-টোয়েন্টিতে দেখার জন্য অপেক্ষায় আছি। ওদের দায়িত্ব নিতে হবে। আমার এমন একটা টিম যে সিনিয়র জুনিয়র নাই। আমার টিমে যদি সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করেন, হয়তো আমিই একমাত্র অভিজ্ঞ”।
“যদি আপনি সফল দল হতে চান, বিশেষত এই দল। আমি তেরো বছর খেলেছি অন্যরা দুই বছর খেলেছে এটা কোনো ম্যাটার না। আমার টিমটা নিয়ে কথা বলছি। আমি শুরুতেই যেটা বললাম আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। না হলে এটা আমাদের জন্য কঠিন হবে। তরুণ যারা আছে আফিফ, হৃদয়, ইরফান তাদের আউট অব স্কিল খেলতে হবে।”