অবশেষে ভক্তদের জন্য দারুন সুখবর দিলেন মাশরাফি বিন মুর্তজা

মাশরাফি বিন মুর্তজা বাদে করোনাকালীন সময়ে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ দলের সকল ক্রিকেটাররা। বিসিবি প্রেসিডেন্ট কাপের পর এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।

নিষেধাজ্ঞা থেকে ফিরে এই টুর্নামেন্টের দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই টুনামেন্টে দিয়েই মাঠে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।

কিন্তু ইনজুরির কারণে ফিটনেস পরীক্ষা দিতে পারেননি মাশরাফি। সেই সাথে দুই সন্তানের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর হাসপাতালে গিয়ে টেস্ট করাতে পারেননি মাশরাফি।

নানা কারণে বিসিবির ফিটনেস টেস্ট পরীক্ষা দিতে পারেননি মাশরাফি। তবে কোন দল চাইলে এখনও মাশরাফি বিন মুর্তজাকে দলে নিতে পারবেন। এছাড়াও সামনে রয়েছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ সহ তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য ইনজুরি কাটিয়ে আবারো অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

সপ্তাহের শুরুতেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রানিং করতে দেখা গেছে মাশরাফি বিন মুর্তজাকে। সেইসাথে নিজস্ব বাড়িতে জিম থাকায় সেই সুবিধা কাজে লাগাতে পারছেন মাশরাফি।

গতকাল নিজের ঘনিষ্ঠ একজনকে জানিয়েছেন, ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। সর্বশেষ গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা।

এর কিছুদিন আগেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি। এরপর মহামারীর কারণে ঘর বন্দী হয়ে পড়েন তিনি। জুলাইয়ে করোনা আক্রান্ত হওয়ায় বিশ্রামে থাকতে হয়েছে লম্বা সময়।

ফিট হলে আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে তাকে। নড়াইল এক্সপ্রেস খেলার মতো ফিট হলেই লটারি করা হবে। জাতীয় দলের সবচেয়ে সফল সাবেক এ অধিনায়ককে পেতে আগ্রহী দলের অভাব হওয়ার কথা নয়।





তবে ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী নিজেদের শক্তিশালী করতে মাশরাফির প্রতি আগ্রহ দেখাতে পারে। দেশের সিনিয়র এ ক্রিকেটারও খেলায় ফিরতে মরিয়া। কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দল গড়ার ক্ষেত্রে এই টুর্নামেন্টের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।