নতুন নিয়মে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত

অবশেষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর জন্য নতুন পয়েন্ট টেবিল তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিগত কয়েক মাসে করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছে একাধিক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্ট সিরিজ। যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের। চারটি টেস্ট সিরিজ স্থগিত হয়েছে টাইগারদের।

তবে নতুন পয়েন্ট টেবিলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দলটি নতুন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এসেছে। বর্তমানে পয়েন্টের হারে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তিনটি সিরিজ খেলা দলটির পয়েন্টের হার ৮২.২২ শতাংশ। ৭৫ দশমিক শূন্য পয়েন্টের হার নিয়ে দুই নম্বরে ভারত। এরপর যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর পাকিস্তানের অবস্থান। নয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান সবার তলানিতে।

করোনা ভাইরাসের কারণে দুই ফাইনালিস্ট নির্ধারণে বিকল্প পথে হেঁটেছে আইসিসি। চক্র পূরণে পয়েন্টের হিসাব নয়, গণনা করা হয়েছে পয়েন্টের শতাংশের হার। সে হিসেবে ৬০.৮ হার নিয়ে তিন নম্বরে আছে ইংল্যান্ড। ফাইনাল খেলার সুযোগ থাকছে ৪ নম্বরে থাকা নিউজিল্যান্ডেরও।





শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার অবস্থান যথাক্রমে টেবিলের ৬, ৭ আর ৮ নম্বরে। আসরে এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে এই সময়ের মধ্যে সব দলের সিরিজগুলো শেষ করা সম্ভব নয়। তাই এই নিয়মের দিকে ঝুঁকেছে আইসিসি।