আগামী ২৪ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম সুপারস্টার ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং দুই তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
মোহাম্মদ আশরাফুলের খেলা দেখেই বড় হয়েছেন এই দুই ক্রিকেটার। এখন সেই আশরাফুলকে সতীর্থ ক্রিকেটার হিসেবে পেয়েছেন তারা। তাই এই টুর্নামেন্ট থেকে তার কাছ থেকে অনেক কিছু শিখতে চান এই দুই তরুণ ক্রিকেটার।
ইতিমধ্যেই মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের অধিনায়ক করা হয়েছে তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্তকে। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও মুখিয়ে আছে আশরাফুলের কাছ থেকে শেখার।
‘অবশ্যই আমরা জানি উনি কত ভালো ক্রিকেট খেলেছেন, কতটা সফল ছিলেন। অনেক কিছু শেখার আছে। উনি বাংলাদেশ দলেরও অধিনায়ক ছিলেন। এ জায়গাতেও শেখার অনেক কিছু আছে। চেষ্টা করবো উনার কাছ থেকে শিখতে পারি।’
শুধু নাজমুল হোসেন শান্ত নয় মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে অনেক কিছু শিখতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। আশরাফুলের খেলা দেখে বড় হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ‘আশরাফুল ভাইয়ের খেলা দেখে আমরা বড় হয়েছি।’