জাতীয় দল নিয়ে ভাবছি না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ভালো পারফর্মেন্স করতে চাই : মোহাম্মদ আশরাফুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই দেখা যাবেনা বাংলাদেশ দলের অনেক সিনিয়র ক্রিকেটারকে। মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস কেউই নেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে। তবে এক প্রকার চমক দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকার এই ক্রিকেটার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে।

সামনে রয়েছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা করে নেয়ার মঞ্চ হিসেবে দেখছেন কিনা মোহাম্মদ আশরাফুল এমন এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন আপাতত সেই চিন্তা ভাবনা নেই তার।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান মোহাম্মদ আশরাফুল। তবে এই মুহূর্তে জাতীয় দল নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আশরাফুল বলেন, ‘আমি আসলে ওইভাবে চিন্তা করছি না বাংলাদেশ দল নিয়ে।

আমি এখন শুধু চিন্তা করছি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নিয়ে। খুব রোমাঞ্চিত খেলার ব্যাপারে। গত আড়াই-তিন মাস ধরে আমি আমি অনুশীলনটা করছি। যখনই একটা খেলা হবে সেখানে যেন প্রথম ম্যাচ থেকেই আমি প্রস্তুত থাকি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফিটনেস পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। যদিও এর আগে এতটা ভালো ফিটনেস ছিলনা মোহাম্মদ আশরাফুলের। লকডাউন এর সময় ফিটনেস নিয়ে অনেক উন্নতি করেছেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ ৮ মাসের পরিশ্রমের ফল হিসেবেই দেখছেন তিনি।





“গত ৮ মাস ধরে আমি আমার ফিটনেস নিয়েও সচেতন। আগেও ছিলাম কিন্তু এতটা যে করতে পারবো আমার মধ্যেও এই বিশ্বাস টা ছিল না। আমি আসলে ফোকাস করছি এই টুর্নামেন্টেই। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর জাতীয় দল সবারই স্বপ্ন থাকে, এটা পরের ধাপ, আগে সামনে যে প্রক্রিয়া সেটা নিয়ে চিন্তা করছি।