বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের বেক্সিমকো ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বেক্সিমকো ঢাকার দায়িত্ব পেয়ে দলকে চ্যাম্পিয়ন করতে চান মুশফিকুর রহিম। সেইসাথে এই টুর্নামেন্টের নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান মুশফিক।
আজ বেক্সিমকো ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে এক এক ভিডিও বার্তায় মুশফিকুর রহিম বলেন, “আসসালামু আলাইকুম, বেক্সিমকো ঢাকায় আমি প্রথমবারের মত খেলছি। এটা আমার জন্য অনেক বড় একটা এক্সাইটিং ব্যাপার। অন্যান্য টিম গুলো আমাদের মত অনেক শক্তিশালী হয়েছে। আমাদের দল তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে করা হয়েছে। বেক্সিমকো ঢাকার সবসময় লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার। আমরা সবাই চেষ্টা করবো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার”।
এছাড়াও দর্শকদের মাঠে না গিয়ে ঘরে বসে খেলা দেখার অনুরোধ জানিয়েছেন মুশফিকর রহিম। নিজেদের সেরাটা দিয়ে খেলতে চান বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। সেই সাথে তার লক্ষ্য থাকবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার।
আগামী ২৪ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৫ দলের এই টুর্নামেন্টের ইতিমধ্যে চার দলের অধিনায়ক এর নাম চূড়ান্ত হয়েছে। ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
জেমকন খুলনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। বেক্সিমকো ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবং গাজী গ্রুপ চট্টগ্রাম দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।