আগামী ২৪ নভেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৫ দলের এই টুর্নামেন্টের ইতিমধ্যে চার দলের অধিনায়ক এর নাম চূড়ান্ত হয়েছে। ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এবং জেমকন খুলনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এদিকে আজ বেক্সিমকো ঢাকা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম এর অধিনায়ক এর নাম ঘোষণা করা হয়েছে। বেক্সিমকো ঢাকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবং গাজী গ্রুপ চট্টগ্রাম দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান।