বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৭ জানুয়ারি ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। শেষ হবে ১৫ ডিসেম্বর। এই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে ৩টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
স্বাস্থ্যবিধি মেনে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বাংলাদেশে ক্রিকেট বন্ধ ছিল।
এরপর গত অক্টোবরে প্রেসিডেন্টস কাপের মাধ্যমে মাঠে ক্রিকেট ফেরায় বিসিবি। এবার অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এরপরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশের শ্রীলংকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে।
বাংলাদেশে এসে কোয়ারেন্টাইন-এ থাকতে হবে না ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলকে। বাংলাদেশ পা দেয়ার পর কয়েক দফায় করোনা টেস্ট করা হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। করোনা টেস্টে নেগেটিভ হলেই অনুশীলনের নামতে পারবে ক্যারিবিয়ানরারা।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে- যে বিদেশি খেলোয়াড় বা কোচ যারা আসেন তারা করোনা টেস্টে নেগেটিভ হলে তাদের সার্ভিসের জন্য উন্মুক্ত হবেন (কোয়ারেন্টিন থাকতে হবে না)। এভাবেই সরকারের সাথে আমাদের কথা হচ্ছে।’