পাকিস্তান সুপার লিগের খেলা শেষে দেশে ফিরছেন তামিম ইকবাল

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল ম্যাচ শেষে দেশে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ঘরের মাঠের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তবে পিএসএলে তিন ম্যাচে ভালো শুরু করে ও শেষ পর্যন্ত ইনিংসে বড় করতে পারেননি তামিম ইকবাল। প্রথম ম্যাচে পেশোয়ারের বিপক্ষে ১০ বলে করেছিলেন ১৮ রান। দ্বিতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে করেছিলেন ২০ বলে ৩০ রান। কিন্তু ফাইনালে তার স্ট্রাইক রেট কম থাকলেও ৩৮ বলে করেছিলেন ৩৫ রান।

তামিম পিএসএলে তিন ম্যাচ খেলে করেছেন ৭৩ রান। তবে পাকিস্তান থেকে সরাসরি দেশে ফেরা হচ্ছে না তার। পাকিস্তান থেকে দুবাই যেতে হবে তার। সেখান থেকে রাতেই দেশে পৌঁছাবেন তিনি।





দেশে ফিরে আগামী শনিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন তামিম ইকবাল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম।