সম্প্রতি বেশকিছু ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং আলোচনা দুটোই হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। ইতিমধ্যেই এই উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। তাই সাকিবের নিরাপত্তায় আরও কঠোর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাকিবের নিরাপত্তার জন্য একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিবের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে থাকবেন। এ খবর জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘অবশ্যই বিষয়টি উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা সেটা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে আমরা বলেছি। আপনারা দেখেছেন, তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন।’
সম্প্রতি ভারত যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় উঠেছে। সাকিব আল হাসানকে নিয়ে হচ্ছে নানা ব্যঙ্গাত্মক প্রচারণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।