বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টই ফেভারিটদের মতো দল গড়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সহ এই দলে রয়েছে একাধিক জাতীয় দলের ক্রিকেটার। ব্যাট হাতে মাঠ কাঁপাবে প্রস্তুত আছেন আফিফ হোসেন, ইরফান শুক্কুর, তৌহিদ হৃদয়, মোহাম্মদ সাইফ হাসান। এছাড়া তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, আবু জাহেদ রাহি, সুমন খান এবং আমিনুল ইসলাম বিপ্লব এর মত ক্রিকেটার রয়েছে এই দলে।
দুর্দান্ত এই দলকে নিয়ে আশার কথা শোনালেন ফরচুন বরিশালের স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সেই সাথে এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করতে চান তিনি। শুধু তাই নয় তার দল ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘দীর্ঘদিন আমরা টি-২০ ক্রিকেটের মধ্যে ছিলাম না, অনেকদিন ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়া হয়নি। এই টুর্নামেন্ট দিয়ে তাই নিজেদের প্রমাণ করার এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ থাকবে। আমারও এই টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা আছে। মানিয়ে নিয়ে ভালো করার চেষ্টা করবো।’
পাঁচ দল নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। এর মধ্যে গ্রুপ পর্বে বাদ পড়বে মাত্র একটি দল। চার দল যাবে কোয়ালিফায়ার-এলিমিনেটরে। বিপ্লব জানিয়েছেন, তার দল ফাইনাল লক্ষ্য ধরেই নামবে। তাদের দলের সমন্বয় খুব ভালো হয়েছে এবং বেশ কিছু রিসেন্ট পারফরমার আছেন।
ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দি শুভ।