আবারো দুর্দান্ত শুরু করে ইনিংস বড় করতে পারলেন না তামিম ইকবাল। তামিমের আউটের পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লাহোর

পাকিস্তান সুপার লিগের ফাইনালে আজ করাচী কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দর্স। প্রথমেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোর কালান্দর্স এর অধিনায়ক সোহেল খান। টসে জিতে ব্যাটিং করতে নেমে চার মেরে রানের খাতা খোলেন তামিম ইকবাল। তবে শুরু থেকেই ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন তামিম। তবে তামিমের আউটের পর বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে লাহোর।

দলীয় ৬৮ রানের মাথায় তামিম ইকবাল আউট হলে তিন রানের ব্যবধানে আরও দুটি উইকেট হারায় লাহোর। ৩৮ বলে চারটি চার এবং একটি ছক্কা সাহায্যে ৩৫ রান করে আউট হন তামিম ইকবাল। তামিমের আউটের পর ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার ব্যাটসম্যান ফখর জ্জামান। ২ রান করেই প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ হাফিজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেটে ৭২ রান সংগ্রহ করেছে লাহোর কালান্দার্স।

করোনা ভাইরাসের কারণে প্লে-অফে ম্যাচ স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর গত ১৪ নভেম্বর থেকে শুরু হয় বাকি অংশ। আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর।

এবার এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স এবং করাচী কিংস। তাই ইসলামাবাদ ইউনাইটেড পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-পর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে পাকিস্তান সুপার লিগ।

পাকিস্তান সুপার লিগের পেলে ওপে দুই ম্যাচে ভালো শুরু করেছিলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে করেছিলেন ১৮ রান। এবং দ্বিতীয় ম্যাচে গতকাল ৩০ রান করেছিলেন তামিম ইকবাল।

করাচি কিংস: বাবর আজম, শারজিল খান, অ্যালেক্স হেলস, চাদউইক ওয়ালটন (উইকেট কিপার) ইমাদ ওয়াসিম (অধিনায়ক), ইফতিখার আহমেদ, মোহাম্মদ আমির, শেন রাদারফোর্ড, উমাইদ আসিফ, আরশাদ ইকবাল, ওয়াকাস মকসুদ





লাহোর কালান্দারস: ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আক্তার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, বেন ডান্ক (উইকেট কিপার), ডেভিড ওয়েজ, সামিত প্যাটেল, মোহাম্মদ ফয়জান, দিলবার হুসেন, হারিস রউফ, শাহীন আফ্রিদি