পাকিস্তান সুপার লিগের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে তামিম ইকবালের দল লাহোর কালান্দর্স

পাকিস্তান সুপার লিগের ফাইনালে আজ করাচী কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দর্স। প্রথমেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোর কালান্দর্স এর অধিনায়ক সোহেল খান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯ টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে পাকিস্তান সুপার লিগের ইউটিউব চ্যানেলে। গত ২০ ফেব্রুয়ারি শুরু হয় এই টুর্নামেন্ট।

করোনা ভাইরাসের কারণে প্লে-অফে ম্যাচ স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর গত ১৪ নভেম্বর থেকে শুরু হয় বাকি অংশ। আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসর।

এবার এই প্রথমবারের মতো ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স এবং করাচী কিংস। তাই ইসলামাবাদ ইউনাইটেড পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-পর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে পাকিস্তান সুপার লিগ।

পাকিস্তান সুপার লিগের পেলে ওপে দুই ম্যাচে ভালো শুরু করেছিলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে করেছিলেন ১৮ রান। এবং দ্বিতীয় ম্যাচে গতকাল ৩০ রান করেছিলেন তামিম ইকবাল।

করাচি কিংস সম্ভাব্য একাদশ: শারজিল খান, বাবর আজম, অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, চাদউইক ওয়ালটন (উইকেট কিপার), ইমাদ ওয়াসিম (অধিনায়ক) শেরফেন রাদারফোর্ড, ওয়েন পার্নেল, মোহাম্মদ আমির, ওয়াকাস মকসুদ, আরশাদ ইকবাল।





লাহোর কালান্দার্স সম্ভাব্য একাদশ: ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, বেন ডানক (উইকেট কিপার), সামিত প্যাটেল, ডেভিড উইস, মুহাম্মদ ফয়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন।