বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেমকন খুলনার দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জেমকন খুলনার অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে অন্যতম সেরা দল গড়েছে জেমকন খুলনা। এই দলে রয়েছে দুই জন আইকন ক্রিকেটার। নিষেধাজ্ঞা থেকে ফেরার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন জেমকন খুলনার হয়ে।

তার সাথে রয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাছাড়া এই দলে রয়েছে ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল-হক-বিজয় সহ আরো বেশ কয়েকজন ভালো মানের ক্রিকেটার।

প্লেয়ার্স ড্রাফটের প্রথম ডাকেই সাকিব আল হাসানকে ধরে টেনেছে জেমকন খুলনা। অন্যদিকে সুযোগ পেয়ে হাতছাড়া করেনি তারা। তাদের দলে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেকটি গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। যিনি বর্তমানে বাংলাদেশে টি-টোয়েন্টি দলের অধিনায়ক। সদ্য শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্ট কাপে নড়বড়ে একটি দল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ একাদশ।

সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ছড়াও এই দলে রয়েছে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই ওপেনার ইমরুল কায়েস এবং আনামুল হক বিজয় হয়েছে খুলনা স্কোয়াডে। এছাড়াও আল-আমিন হোসেন, হাসান মাহমুদ এবং শফিউল ইসলাম তো রয়েছেনই।

বঙ্গবন্ধু টি-২০ কাপে জেমকন খুলনায় খেলা সাকিব-মাহমুদুল্লাহ-ইমরুল কায়েসদের মতো সিনিয়র ক্রিকেটারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচিং করিয়েছেন। প্রাইম দোলেশ্বরের কোচিং করিয়েছেন সাত মৌসুম। বিপিএলে দায়িত্ব পালন করেছেন সহকারী কোচের।





জেমকন খুলনা স্কোয়াড : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, শহিদুল ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম অমি।