তামিম বড় ম্যাচের খেলোয়াড় না : আমির সোহেল

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয় ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবালকে। ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি। বর্তমানে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স হয়ে খেলেছেন তিনি। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে তার দল।

পিএসএলের এবার আসরে দুটি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করলেও শেষ করতে পারেননি তামিম ইকবাল। প্রথম ম্যাচে পেশাওয়ার জালমি বিপক্ষে করেন ১৮ রান। আর দ্বিতীয় ম্যাচে মুলতান সুলতান এর বিপক্ষে করেন ৩০ রান।

কিন্তু পাকিস্তানের বর্তমান ধারা ভাষ্যকার এবং সাবেক ক্রিকেটার আমির সোহেল মনে করেন বড় ম্যাচের খেলোয়াড় না তামিম ইকবাল। তার পরিবর্তে তিনি ফাইনালে অন্য কোন ব্যাটসম্যানকে দেখতে চান।

পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ কে ঘিরে ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল বলেন, “তামিম বড় ম্যাচে রানই করতে পারে না। আগের বছর গুলোয় ফাইনালে তার পরিসংখ্যান দেখেন, তার তো সেখানে রানই নেই! তবে তাকে আপনি সুযোগ দিতে পারেন।’





তবে এর আগেও অনেক ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন তামিম ইকবাল। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনাল ১৪২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।