বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকার সেরা একাদশ

আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দীর্ঘদিন পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহী। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে প্রতিটি দলের স্কোয়াড।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলবেন বেক্সিমকো ঢাকার হয়ে। মুশফিকুর রহিম ছাড়াও এই দলে রয়েছেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার। আসুন দেখে নেই কেমন হতে পারে বেক্সিমকো ঢাকার সেরা একাদশ।

বেক্সিমকো ঢাকা হয়ে ওপেনিংয়ে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখকে। তার সাথে ওপেনিংয়ে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে।

বিসিবি প্রেসিডেন্ট কাপে ব্যাট হাতে তেমন ভালো করতে না পারলেও বাংলাদেশ এইচপি তাদের প্রস্তুতি ম্যাচে পরপর তিন ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

তার মধ্যে দুটি ছিল টি-টোয়েন্টি ম্যাচে। তাই এই টুর্নামেন্টে বেক্সিমকো ঢাকার ওপেনিংয়ে এই দুইজন একপ্রকার নিশ্চিত। টপ অর্ডারে এর পরেই রয়েছেন মুশফিকুর রহিম। ব্যাটসম্যানদের তালিকায় একাদশে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সাব্বির রহমানকে।

এছাড়াও ইয়াসির আলী রাব্বি একাদশে থাকা একপ্রকার নিশ্চিত। ব্যাটসম্যানের তালিকায় শাহাদাত হোসেন দিপু, আকবর আলী এবং পিনাক ঘোষ-এর মধ্যে দেখা যাবে যে কোন ১ জনকে। দুই স্পিনার নাসুম আহমেদ এবং নাঈম হাসানের একাদশে থাকা নিশ্চিত।

বিসিবি প্রেসিডেন্ট কাকে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন এই দুই স্পিনার। ৩ ফাস্ট বোলার রুবেল হোসেন, আবু হায়দার রনি সাথে দেখা যাবে মেহেদি হাসান রানাকে।

বেক্সিমকো ঢাকা সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, শাহাদাত হোসেন দিপু/আকবর আলী, নাঈম হাসান, মেহেদি হাসান রানা, আবু হায়দার রনি, রুবেল হোসেন, নাসুম আহমেদ।





বেক্সিমকো ঢাকা চূড়ান্ত স্কোয়াড : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।