পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ গতকাল মুলতান সুলতানকে ২৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স। প্রথমে ব্যাট করে মুলতান সুলতানকে ১৮৩ রানের টার্গেট দেয় লাহোর কালান্দর্স।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে মুলতান সুলতান। আগামী ১৭ নভেম্বর ফাইনালে করাচী কিংসের মুখোমুখি হবে লাহোর কালান্দর্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৯ টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে পাকিস্তান সুপার লিগের ইউটিউব চ্যানেলে।
পাকিস্তান সুপার লিগের পেলে ওপে দুই ম্যাচে ভালো শুরু করেছিলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে করেছিলেন ১৮ রান। এবং দ্বিতীয় ম্যাচে গতকাল ৩০ রান করেছিলেন তামিম ইকবাল। আগামীকালকে ফাইনাল ম্যাচে তেমন কোন পরিবর্তন আসছে না লাহোর কালান্দর্স-এর একাদশে। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে লাহোর।
লাহোর কালান্দার্স সম্ভাব্য একাদশ: ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, বেন ডানক (উইকেট কিপার), সামিত প্যাটেল, ডেভিড উইস, মুহাম্মদ ফয়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন।