সাইফুদ্দিনের কাছে চ্যালেঞ্জ হারালেন সাকিব। ২ ওভারে ২২ রানের চ্যালেঞ্জটি অনুষ্ঠিত হবে অন্য একদিন

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আজ সাইফুদ্দিন এবং সাকিবের মধ্যকার ২ ওভার-এর চ্যালেঞ্জ ম্যাচটি নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি এই ম্যাচ। মোহাম্মদ সাইফুদ্দিন এর কাছে আরো একটু সময় চেয়েছেন সাকিব আল হাসান।

যেহেতু দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন সাকিব-আল-হাসান তাই নিজেকে পুরনো ছন্দে ফিরে পেতে হবে একটু সময় নিচ্ছেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। আর সেখানে অনুশীলনের সময় ভিন্ন আরেকটি চ্যালেঞ্জে অবশ্য জিতেছে সাইফউদ্দিন।

গতকালের সামাজিক যোগাযোগ মাধ্যমের মোহাম্মদ সাইফুদ্দিন জানিয়েছিলেন, “ইনশাআল্লাহ আগামীকাল সাকিব ভাই এর সাথে দুই ওভারে 22 রান এর চ্যালেঞ্জ ম্যাচটা কাল। খেলব । দোয়া করবেন সবাই আমার জন্য। 🤲 75 vs 74 🙈। ফলে এই ম্যাচকে থেকে ঘিরে আজ মিরপুরে এক অন্যরকমের আগ্রহ তৈরি হয় গণমাধ্যমগুলির মধ্যে।

দুপুরে অনুশীলনের সময় সাকিবকে বোলিং করতে দেখা গিয়েছে সাইফুদ্দিনকে। সেখানে বেশ কয়েকবারই সাকিবকে পরাস্ত করা অলরাউন্ডার সাইফউদ্দিনকে উদযাপন করতে দেখা যায়। অনুশীলন শেষে অবশ্য জানা যায় মূল কারণ, ২ ওভারে ২২ রানের চ্যালেঞ্জটি অনুষ্ঠিত না হলেও নেটে ৪ বলে ৭ রানের চ্যালেঞ্জে হেরেছেন সাকিব।





এ প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, ‘আজকে আমরা ম্যাচটা (১ ওভারে ২২ রান) খেলিনি। সাকিব ভাই আরও কয়েকদিন সময় চেয়েছেন নিজেকে প্রস্তুত করার জন্য। তবে অনুশীলনের মাঝে সালাউদ্দিন (কোচ মোহাম্মদ সালাউদ্দিন) ভাইকে আম্পায়ার রেখেই উনাকে ৪ বলে ৭ রানের একটা টার্গেট দিয়েছিলাম। ম্যাচটা আমি জিতেছি। এই জন্যই উদযাপন করছিলাম। সাকিব ভাই মাত্র ২ নিয়েছেন। সামনে এক সময় ম্যাচটা খেলব।’