টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ কে আরও বেশি আকর্ষণীয় করতে নতুন কিছু নিয়ম সংযোজন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের জন্য তিনটি নতুন নিয়মের প্রবর্তন করেছে আয়োজকরা।
যা কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়া বিগ ব্যাশ টুর্নামেন্ট দিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই নিয়মগুলোর উদ্ভাবন করেছেন লিগের পরামর্শক ট্রেন্ট উডহিল। তার আশা, এই তিন নিয়মের কারণে অধিনায়ক ও কোচদের সিদ্ধান্ত গ্রহণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং ক্রিকেটারদের সার্বিক সম্পৃক্ততা বাড়বে।
১ .পাওয়ার সার্জ: প্রথাগতভাবে টি-টোয়েন্টিতে ছয় ওভার পাওয়ার প্লে বাধ্যতামূলক। কিন্তু পাওয়ার সার্জ অনুযায়ী তা হবে চার ওভারের। ব্যাটিং দল তাদের ইনিংসের ১১তম ওভার থেকে যে কোনও সময় বাকি দুই ওভারের পাওয়ার প্লে নিতে পারবে। এই দুই ওভারে প্রথম পাওয়ার প্লের মতোই ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে দুই খেলোয়াড়।
২ .এক্স ফ্যাক্টর প্লেয়ার: দলের তালিকায় থাকা দ্বাদশ ও ত্রয়োদশ খেলোয়াড়কে বদলি নামানো যাবে। দুই দল বদলি ক্রিকেটার নামাতে পারবে ইনিংসের দশ ওভার পর। তবে শর্ত আছে- ওই দশ ওভারের মধ্যে ব্যাট করেনি কিংবা এক ওভারের বেশি বল করেনি এমন খেলোয়াড়কে বদলি করা যাবে।
৩ .ব্যাশ বুস্ট: প্রথাগত দুই পয়েন্ট নয়, এবার ম্যাচ জিতলে বিজয়ী দল পাবে তিনটি করে পয়েন্ট। থাকছে চার পয়েন্ট পাওয়ার সুযোগ এবং বোনাস পয়েন্টটি নিশ্চিত হবে দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি সময়ে। রান তাড়া করতে নামা দল যদি ১০ ওভারের মধ্যে তাদের প্রতিপক্ষের চেয়ে বেশি রান করতে পারে, তাহলে তারা পাবে বোনাস পয়েন্টটি এবং যদি পিছিয়ে থাকে, তাহলে ফিল্ডিংয়ে থাকা দল পাবে ওই পয়েন্ট।