কালের বিবর্তনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। বিশেষ করে বিগত কয়েক বছর ধরে দারুন খেলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিগত কয়েক বছর ধরে ক্রিকেটের বেশ কয়েকটি পরাশক্তি দলের বিপক্ষে ম্যাচে জয় সহ দ্বিপাক্ষিক সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ দল।
এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়। একটি সময় ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ অনেক উত্তাপ ছড়াত। তবে সেই জায়গায় এখন নতুন নাম হয়েছে বাংলাদেশের। বিগত দুইটি এশিয়া কাপে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনাল হেরেছে বাংলাদেশ।
তাই এখন বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচ এখন অনেক উত্তাপ ছড়ায়। পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলার রোমাঞ্চকর অনুভূতির কথা জানিয়েছেন তামিম ইকবালও।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, যত বড় প্রতিপক্ষ, তত বেশি প্রতিদ্বন্দ্বিতা। পাকিস্তান-ভারতকে হারানো বড় ব্যাপার। এই দুই দলের সমৃদ্ধ ইতিহাস আছে। তারা বিশ্বচ্যাম্পিয়ন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোও বিশাল ব্যাপার।